সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

কুড়িগ্রামে দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা

তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন কুড়িগ্রামের বিভিন্ন বয়সের মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের বাজার ঈদগাহ মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। বিশেষ নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।


বিজ্ঞাপন


কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ

জানা গেছে, মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন। দোয়া করার সময় পাঞ্জাবি ও টুপি উল্টো করে পরেন মুসল্লিরা।

কাশেম নামে এক মুসল্লি বলেন, আমার বয়স ৬০ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখি নাই। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে পরিবেশটা ঠান্ডা করে দেয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মোরেলগঞ্জে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ

বিশেষ নামাজে মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফয়েজ উদ্দিন বলেন, তীব্র দাবদাহ ও প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত। এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শুধু তাই না দাবদাহের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর