রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বগুড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে বলে পুলিশের ধারণা।  তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু বস্তা বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন না। এসময় ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে চাকার সঙ্গে আটকে যান। ওই অবস্থায় তাকে সরকারি আজিজুল হক কলেজ গেট পর্যন্ত ট্রেন টেনে হেচড়ে নিয়ে যায়।

রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সকাল ১০টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর