বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল তিনটার কিছু সময় আগে উপজেলার শ্যামপুর বালুর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতরা হলো কাটাখালি পৌরসভার বাখরাবাজ এলাকার রেন্টু মিয়ার ছেলে যুবরাজ হোসেন, নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান ও লিটন হোসেনের ছেলে আরিফ হোসেন। তাদের সবার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা সবাই স্থানীয় একটি মাদরাসার ছাত্র। 

আরও পড়ুন

নদীতে গোসলে নেমে নৌবাহিনী সদস্যের মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, মঙ্গলবার দুপুরে ওই তিন কিশোর একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তারা স্রোতের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট গিয়ে পদ্মা নদীতে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে। পরে বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাস্থলের পাশ থেকেই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এদিকে একসঙ্গে তিন কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করে এলাকাবাসী । এ সময় কিশোরদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। 


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর