মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১১:১২ এএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ইলিয়াস আহমেদ রনি (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিয়াস আহমেদ রনি উপজেলার সুকাশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব। তিনি একই উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আরও পড়ুন

শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রকৌশলীর


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাটোর থেকে একটি মিনি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন রনি মোটরসাইকেল নিয়ে জোলারপাতার রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এতে দ্রুত গতির একটি মিনি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ছাত্রদল নেতা রনির মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল কালাম জানান, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর