ভোলার চরফ্যাশন উপজেলায় নগদ অ্যাকাউন্ট হ্যাক করে হাজী আহসান (৫৭) নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার চক্র। ৪ মে এ ঘটনা পর ৭ মে সকালে চরফ্যাশন থানায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাক হওয়া টাকা উদ্ধার করে শুক্রবার (১৩ মে) সকালে ওই ব্যবসায়ীর কাছে তা হস্তান্তর করে পুলিশ।
বিজ্ঞাপন
ভুক্তভোগী চরফ্যাশন থানার আছলামপুর ইউনিয়নের ভূইয়ার হাট বাজারের ব্যবসায়ী।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ মে রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা একটি হ্যাকার চক্র ওই ব্যবসায়ীর নগদ একাউন্ট থেকে দুই ধাপে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি থানায় জানালে তাকে জিডি করতে বলা হয়। জিডি করার পর বিষয়টি ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে অবগত করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে একটি টিমকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হ্যাক হয়ে যাওয়া টাকা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।
এরপর তথ্য প্রযুক্তি এবং নগদ কাস্টমার কেয়ারের সহযোগিতায় বৃহস্পতিবার (১২ মে) সকালে ওই টাকা উদ্ধার করে শুক্রবার (১৩ মে) সকালে ব্যবসায়ী আহসান মিয়ার কাছে হস্তান্তর করে চরফ্যাশন থানা পুলিশ।
এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই

