গাইবান্ধা সদর উপজেলার ২২ বছর বয়সী এক গৃহবধূ নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক আনারুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ধর্ষণের শিকার ওই গৃহবধূ গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া এলাকার বাসিন্দা ও গ্রেফতার ধর্ষক আনারুল ইসলাম একই উপজেলার পশ্চিম কনকরায় (তিলগাছতলা) গ্রামের মুনছুর আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে বাথরুমে যান। এ সুযোগে আনারুল ইসলাম ঘরে প্রবেশ করে গোপনে থাকেন। এরপর নারীটি বাথরুম থেকে ঘরে ফিরে বিছায়নায় শোয়ার সময় আনারুল তাকে ঝাপটে ধরে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। তখন থেকে আসামি আনারুল ইসলাম আত্মগোপনে থাকেন।
এরপর গাইবান্ধা র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এরই একপর্যায়ে রোববার (২১ এপ্রিল) র্যাব-১১, নারায়নগঞ্জের যৌথ অভিযানে সোনারগাঁও থানাধীন কাচপুর বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব -১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার আনারুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস