শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পাগলা মসজিদের দানবাক্সে নকল টাকা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ 
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

পাগলা মসজিদের দানবাক্সে নকল টাকা

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে নকল ‘খেলনা’ টাকা।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের দোতলায় ৯টি লোহার দানবাক্স খোলার পর এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


সাধারণত তিন মাস অন্তর অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। এবার রমজানের জন্য খোলা হলো চার মাস ১০ দিন পর।

আরও পড়ুন: পাগলা মসজিদে অর্থ গণনা শেষ হওয়ার আগেই নতুন রেকর্ড

 ৯টি দানবাক্সের সিন্দুক থেকে পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। একইসাথে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। তবে প্রতিবারের ন্যায় সবার আগ্রহের কেন্দ্রে ছিল দানবাক্সে পাওয়া বিভিন্ন চিঠি। আল্লাহর কাছে মনের কথা জানিয়ে এসব চিঠি লেখা হয়েছে। 

তবে এসবের মধ্যে আলাদা করে সবার নজর কাড়ে একটি ২০০ টাকার নোট। যেটিকে প্রথম দেখায় ২০০ টাকার চকচকে নোট মনে হলেও আদতে এটি একটি খেলনা (নকল) টাকা। খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে লেখা আছে "খেলনা নমুনা নোট"। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাগলা মসজিদে দান ৬ কোটি ছাড়ালো, চলছে গণনা

যেহেতু নোটটির সঙ্গে কোনো চিঠি বা চিরকুট পাওয়া যায়নি, সেহেতু বোঝার উপায় নেই যে কে বা কারা দিয়েছে এই খেলনা নকল টাকা। 

সবশেষ নোটটির জায়গা হয় ময়লার ঝুড়িতে। কর্তৃপক্ষ নোটটিকে কয়েক টুকরা করে ছিঁড়ে ফেলে দেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর