গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মমতাজ মন্ডল (৬২) নামের এক কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ তাছির মন্ডল ও তার লোকজন।
একইসঙ্গে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
বিজ্ঞাপন
সরেজমিনে শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে দেখা যায় ভাঙচুর-অগ্নিসংযোগ ও ফসল নষ্টের দৃশ্য। এসময় ক্ষতিগ্রস্ত মমতাজ মন্ডল মাথায় হাত দিয়ে আহাজারি করছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, বড় ছত্রগাছা গ্রামের মৃত রহমত উল্লা মন্ডলের ছেলে মমতাজ মন্ডল ও তার অন্যান্য ওয়ারিশরা পৈত্রিক সূত্রে পাওয়া ১৬৫ শতক জমি ভোগ করে আসছিলেন। এরই মধ্যে একই গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে তাছির মন্ডল ও তার পরিবারের আরও বেশ কিছু লোকজন ওই জমি অন্যায় দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ চলার একপর্যায়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মমতাজ মন্ডলদের জমিতে প্রবেশ করে ভুট্টা, কচু, শসা ও মরিচসহ বিভিন্ন ধরণের ফসল নষ্ট করে দেয় প্রতিপক্ষ তাছির মন্ডলেরা। তাদের এসব কর্মকাণ্ড জানতে পেরে মমতাজ মন্ডল এসে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে বেধড়ক মারপিট করার পর অবরুদ্ধ করে রাখে। এছাড়া মমতাজ মন্ডলের ঘর ভাঙচুর করার পর খড়ের ডিপিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
এ ঘটনায় মমতাজের আহত স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।
এ বিষয়ে অভিযুক্ত তাছির মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত মমতাজ মন্ডল বলেন, তাছির মন্ডলদের হামলায় আমার ঘরবাড়ি ও ফসলসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করছি।
বিজ্ঞাপন
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা ও ফসল খেত নষ্ট সংক্রান্ত একটি অভিযোগ করেছেন মমতাজ মন্ডল। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

