বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাবনায় দেশীয় অস্ত্র-বোমা উদ্ধারসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে তিনটি হাত বোমা উদ্ধার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও মো. শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে মো. সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিন বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে, ইতোমধ্যেই তারা রওনা হয়েছে। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub