বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে এক সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ব্যক্তি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতের নাম জহিরুল ইসলাম ডালিম (৩৫)। তিনি উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা
শুক্রবার বেলা ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডালিম।
এর আগের দিন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের কারণে ডালিমকে তার সৎ মা জুলেখা বেগম, সৎভাই নাইম ও সিয়াম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দিনদুপুরে ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি। এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ