বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বরগুনায় ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে দশ গ্রামের মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০২২, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

বরগুনায় ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে দশ গ্রামের মানুষ

বরগুনায় একটি ব্রিজ ভেঙে খালে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার অন্তত দশটি গ্রামের মানুষ। 

জানা যায়, বরগুনার তালতলী উপজেলার ছোবাহান পাড়া-আগাপাড়া খালের ওপর ব্রিজটি সোমবার বিকেলে হঠাৎ ভেঙে পড়ে। গত ১৫ বছর ধরে এটি ঝুঁকিপূর্ণ ছিল। এতে দুই পাশের স্কুল কলেজগামী শিক্ষার্থীরাসহ চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। 


বিজ্ঞাপন


স্থানীয়রা উপজেলা প্রসাশনের কাছে চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন।

কাওছার হোসেন নামের একজন বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। নির্মাণের জন্য কোনো উদ্যোগও নেয়নি স্থানীয় প্রকৌশলী বিভাগ।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, প্রায় ২০ বছর আগে ব্রিজটি নির্মাণ করেছিল এলজিইডি। এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠাবো।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর ঢাকা মেইলকে বলেন, ওই এলাকার মানুষের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করে দেয়া হবে। পুরাতন ব্রিজ টেন্ডারের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। আপাতত চরম ভোগান্তি লাগবের চেষ্টা করছি।


বিজ্ঞাপন


এএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর