মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেফতার ১০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৫ এর সদস্যরা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাঞ্জনতলা গ্রামের মৃত দানেশ আলীর ছেলে মো. লুৎফর আলী (৩০), কাশিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. জিল্লুর রহমান (৪০), নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের –মো. আকতার হোসেন পাতুর ছেলে মো. মাসুদ (৩১), বন বিভাগ পাড়া গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে মো. মারুফ আলী (১৯), ক্ষ্যাদাপাড়া গ্রামের মো. শাহিন শিকদারের ছেলে মো. রিফাত (১৯), রোকনপুর গ্রামের মো. জালালের ছেলে মো. নাইমুল হক (৪০), হাউসনগর গ্রামের মো. কবির ইসলামের ছেলে  মো. আনিকুল ইসলাম (২৪), নুনগোলা বাসস্ট্যান্ডের মৃত কাউছার আলীর ছেলে মো. রজব আলী (২৯), ইসলামপুর রাইসা মিল পাড়া গ্রামের মৃত আকবরের ছেলে মো. আবু তাহির (৩০), ভোলাহাট উপজেলার দলদলি ক্লাব বাজারের লাল মোহাম্মদের ছেলে মো. মোশারফ হোসেন (২৩)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রি করার অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান।

আরও পড়ুন

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ড

তিনি আরও জানান, কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবকদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা টিম এর সত্যতা পেলে অভিযান পরিচালনা করে এদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গোমাস্তাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর