মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে বজ্রপাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠির কাঁঠালিয়ায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. সিহাব জমাদ্দার নামে এক যুবক মারা গেছেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সিহাব উপজেলার ওই গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে।


বিজ্ঞাপন


কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান জানান, সিহাব ঝড়ো বাতাসের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন