মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

চুয়াডাঙ্গার ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গার ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চুয়াডাঙ্গার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার (১৫ এপ্রিল) পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন— হাফিজুর রহমান ও এসকে লিটন এবং দামুড়হুদা উপজেলায় তিনজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আলি মুনছুর, সহিদুল ইসলাম এবং আবু তালেব। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জীবননগর উপজেলায় দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এবং দামুড়হুদা উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল করা যাবে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিলের নিস্পত্তি করা হবে ২১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২২ এপ্রিল। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর