মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা আজ শেষ দিনে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক অন-লাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে দু’জন অন-লাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উপজেলা নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় সোমবার

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন - জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, মুহাম্মদ আবু হামান এবং মোহাম্মদ আহসানুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন - বর্তমান ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা মো. নাজমুল হোসাইন, সাইদুর রহমান।

সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন - জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দুই ইউনিয়ন পরিষদে ভোট স্থগিত করল ইসি

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, অন-লাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান থাকায় নির্বাচন অফিস প্রাঙ্গণে পূর্বের মতো কোনো প্রকার জনসমাগমের সৃষ্টি হয়নি। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ১৭ এপ্রিল বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর