শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ঢাকা

প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও এক কিশোর।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌর এলাকার কাকরাইদ ব্রিজের পশ্চিম পাশের বটতলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - সিয়াম (১৭) ও হোসেন আলী (১৬)। সিয়াম মোটরসাইকেল চালক ছিলেন। সে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুনিয়া মিয়াপাড়ার রেজাউল মুন্সির ছেলে। 

আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে প্রকৌশলী ও ব্যাংকারের মৃত্যু, স্কুলছাত্র নিখোঁজ

অপরদিকে হোসেন আলীর বাবা মারা যাওয়ার পর নওগাঁ থেকে এসে সে একই গ্রামের নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতো।

একই ঘটনায় আহত অপর বন্ধু রাসেলকে (১৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত রাসেলও একই গ্রামের জোয়াদ আলীর ছেলে।


বিজ্ঞাপন


প্রত্যাক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ময়মনসিংহের দিক থেকে মধুপুরে আসছিল। পথিমধ্যে কাকরাইদ ব্রিজের পশ্চিম পাশের বটতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিন কিশোরের মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন দু’জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসা দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া শুনেছি ঘটনাস্থলে আগেই একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর