শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটায় পর্যটকের ঢল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটায় পর্যটকের ঢল

পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিন পর্যটকের ঢল চোখে পরার মত। ঈদের ছুটিতে বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে। এতে কুয়াকাটায় হোটেল মোটেলের গুলো প্রায় একশত শতাংশ বুকিং রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুঁটকি পল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটদের পদচারনায় মুখর। আগত পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে।


বিজ্ঞাপন


ঢাকা থেকে আসা পর্যটক আবুল হোসেন বলেন, ঈদের ছুটিতে দুই দিনের জন্য কুয়াকাটা সৈকতে বেড়াতে এসেছি খুব ভালো লাগছে সময় পেলে আবার আসবো। 

খুলনা থেকে ঘুরতে আসা সুমন চন্দ্র বলেন, গত কাল পরিবার নিয়ে আসছি। তখন তেমন পর্যটক ছিল না।  কিন্তু আজ সকালে পুরো সৈকত মুখর হয়ে ওঠে।

হোটেল ডিমোর ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল জানান, ঈদের দ্বিতীয় দিন প্রায় একশত শতাংশ রুম বুকিং রয়েছে। আশা করছি সামনের পুরো সপ্তাহজুড়ে ভালো পর্যটক পাবো।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ঈদের ছুটি উপলক্ষে অনেকদিন পরে আজকে কুয়াকাটা অনেক পর্যটকদের ভিড়। পর্যটকদের আনাগোনায় মুখরিত এখন সৈকত।


বিজ্ঞাপন


ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আব্দুল খালেক জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পয়েন্টে ছয়টি টিম নিয়োজিত করেছি। ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর