মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে ট্রাকচাপায় অপসোনিনের বিক্রয় প্রতিনিধি নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২২, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নাজিমখান-রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান নিলফামারীর বাসিন্দা বলে জানা গেছে। তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানিতে রাজারহাট উপজেলায় বিক্রির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে নাজিমখান বাজার থেকে রাজারহাট অভিমুখে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটগামী একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ প্রস্তুত কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর