সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

নেত্রকোনায় হাওরে বজ্রপাতে কৃষক নিহত 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় হাওরে বজ্রপাতে কৃষক নিহত 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে কাজের সময় বজ্রপাতে শহীদ মিয়া (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে  উপেজলার রাজঘাট হাওরে  বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

তিন জেলায় ঝড়ে ও বজ্রপাতে নিহত ৬

নিহত কৃষক শহীদ মিয়া উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ।

নিহতের ভাই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের সামনে রাজঘাট হাওরে মরিচ খেত পরিচর্চার কাজ করছিলেন শহীদ মিয়া। বেলা পৌনে ১২ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি বজ্র শহীদ মিয়ার উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

আরও পড়ুন

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ নিহত ৩

খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, এ ঘটনায় নিহত শহীদ মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর