মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাতনির বাড়ি ইফতার দিয়ে ঘরে ফেরা হলো না দাদি-নাতনির

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ০৮:২০ এএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জে নাতনির বাড়ি ইফতার দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতনিসহ দাদি নিহত হয়েছেন।

নিহত দাদি শামসুন্নাহার (৭৫) ও নাতনি মোছা. জান্নাত (১৪) দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আতাউর রহমানের মা ও ছোট মেয়ে।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ এপ্রিল) রাত দশটার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছন ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দাদি-নাতনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয়রা জানান, ছোট নাতনিকে সঙ্গে নিয়ে দিরাই থেকে সুনামগঞ্জ সদরের বড়ঘাট এলাকার আরেক নাতনির বাড়ি ইফতার নিয়ে যান। রাতে মোটরসাইকেলে করে দিরাই ফেরার পথে গাগলী এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাদি-নাতনি দু’জনই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন এসেছিলেন হাসপাতালে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। মোটরসাইকেল চালককে সিলেটে রেফার করা হয়েছে। একজন কিছুটা সুস্থ আছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর