বগুড়ায় তারাবির নামাজ পড়ে ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাজো গ্রামে এ ঘটনা ঘটে৷
বিজ্ঞাপন
নিহত রেদোয়ান ইসলাম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। সে পেশায় কৃষি কাজ করত৷ সে দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
কাহালু থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রেদোয়ানকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে৷
পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস