মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারাবির নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

তারাবির নামাজ পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় তারাবির নামাজ পড়ে ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাজো গ্রামে এ ঘটনা ঘটে৷


বিজ্ঞাপন


নিহত রেদোয়ান ইসলাম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। সে পেশায় কৃষি কাজ করত৷ সে দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কাহালু থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রেদোয়ানকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে৷

পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর