চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুল রহমান (৩০) নামের এক ব্যক্তির লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে ভারতীয় বাহিনী বিএসএসের সদস্যরা।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদেকুর রহমান জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে সাইফুল রহমানসহ কয়েকজন গরু চোরাচালানী গরু আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের লাশ দুইদিন পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি-বিএসএফের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে সাইফুল রহমানের মরাদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাইফুল ইসলাম।
প্রতিনিধি/এসএস