বান্দরবানের থানচি বাজারে ঘণ্টাখানেক প্রচণ্ড গোলাগুলির পর এখন এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোলাগুলি হয়। গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা থানা আক্রমণের উদ্দেশ্যেই গুলি চালিয়েছে। পুলিশ-বিজিবির সঙ্গে ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে আমরা সতর্ক অবস্থায় আছি।
এর আগে, রাত সাড়ে ৮টার দিকে থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চতুর্দিকে গুলিবর্ষণ করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। গুলি করতে করতে তারা থানচি থানার দিকে অগ্রসর হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে।
থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।
র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে আমরা শুনেছি থানচিতে গোলাগুলি হচ্ছে। এ মুহূর্তে এর বেশি কোনো তথ্য নেই আমাদের কাছে।
এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের কর্মকর্তা নিজাম উদ্দিনকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপহরণের প্রায় দুই দিন পর উদ্ধার করে র্যাব।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, র্যাব বিভিন্ন প্রক্রিয়া কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা উপজেলা শাখায় হামলা করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে টাকা নিতে না পারলেও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে একং ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে তুলে নিয়ে যায়।
প্রতিনিধি/এমএইচএম