শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

ধামরাইয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

উপজেলা প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ধামরাইয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

ঢাকার ধামরাইয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (৩ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়। 


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গত ২ এপ্রিল তাদের নামে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন মো. ফিরোজ আলী নামে এক ভুক্তভোগী। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি পরিচয়ে এমপিদেরও বোকা বানিয়েছেন অষ্টম শ্রেণী পাশ সিরাজ

গ্রেফতার ব্যক্তিরা হলেন - ধামরাইয়ের আমতা ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান (৫৪), সানোড়া ইউনিয়নের মহিশাষী গ্রামের মো. ফারুক হোসেন (৪৪) ও মানিকগঞ্জের সাটুরিয়ার মোক্তমপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২২)। 


বিজ্ঞাপন


মো. ফিরোজ আলীর অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে ভুক্তভোগীকে সরাসরি ও মুঠোফোনে ভয়-ভীতি দেখিয়ে আসছিল। হুমকি দিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। সম্প্রতি তারা আরও অর্থ দাবি করে। সর্বশেষ গত ২২ মার্চ সকালে ভুক্তভোগীর বাড়ি গিয়ে পুলিশ পরিচয়ে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে জেলে নেওয়ার হুমকিও দেয়। 

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, অবশেষে র‌্যাবের হাতে ধরা

র‍্যাব জানায়, বেশ কিছু দিন ধরে একটি প্রতারক চক্র ধামরাই, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকের ভুয়া পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। ভুক্তভোগীদের এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার ব্যক্তিদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর