বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশি আহত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।
বিজ্ঞাপন
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাবার বুলেটে আহত বাবু মিয়া (৩৫) বেনাপোলের দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন (২৮) একই গ্রামের বরকত আলীর ছেলে। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক কারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিল দৌলতপুর সীমান্ত দিয়ে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ওপর রাবার বুলেট বর্ষণ করে। সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিযে আসে। বিজিবি দুই মাদক কারবারিকে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছে। সুস্থ হলে বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/টিবি

