শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নারী মুদি দোকানদার নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, নারী মুদি দোকানদার নিহত

দিনাজপুরের বিরলে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মঞ্জু আরা (৪০) নামে এক নারী মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বিরল কালিয়াগঞ্জ সড়কের জোড়কালী নামক স্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাওলা শাহ নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

মঞ্জু আরা রানীপুকুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।

আহতরা হলেন— মঞ্জু আরার ছেলে রতন (২০), একই গ্রামের মোহাম্মদ দুলালের ছেলে তসলিম (৩০), পৌরশহরের মহেশপুর গ্রামের হুজুর ফজলুর রহমান ও রানীপুকুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোটরসাইকেল আরোহী সুবাস চন্দ্র রায়।

ওসি গোলাম মাওলা শাহ জানান, বিরল-কালিয়াগঞ্জ সড়কের জোড়কালী নামক স্থানে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ হয়। ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের মুদি দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনা স্থলে ৫ জন গুরুতর আহত হয়। স্থানীরা উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। পরবর্তীতে হাসপাতালে পৌঁছালে মুদি দোকানদার মঞ্জু আরা মারা যান। আহতরা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর