শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

শিশু ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

শিশু ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রায়হান কবির সোহাগ নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ে আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ কুমিল্লার কোতোয়ালী এলাকার সোলায়মান কবির আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে নারী শ্রমিক হত্যা, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় ১০ বছরের শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজের কাছে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রায়হান কবির সোহাগ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলেও জানান মো. আসাদুজ্জামান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর