রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের পাঁচ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কিশোরের লাশ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর উজ্জ্বল মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরের দিকে নিহতের বাড়ির পাশের হাবিবুর রহমান হবির ছেলে আপেলের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়রা সেপটিক ট্যাংকের স্ল্যাব সরিয়ে ভেতরে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


এদিকে হত্যাকাণ্ডে জাড়িত সন্দেহে চর বালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে আবু সাঈদ ও প্রবাসী শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত উজ্জল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের উসর আলী ছেলে। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন 

আবাসিক কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহতের বড় বোন অন্তরা জানান, গত (২৭ মার্চ) ইফতারের সময় উজ্জলের ইমোতে একটি কল আসে। তখন সে শুধু পানি পান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা তাকে কোথায় যাস, বললে সে শুধু বলে এখনই ফিরে আসছি। কিন্তু রাত ১০টা পার হয়ে গেলেও সে ফিরে আসে না। তখন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ১১টায় সরিষাবাড়ী থানায় গিয়ে নিহতের বাবা উসর আলী নিখোঁজের একটি ডায়েরি করে।


বিজ্ঞাপন


স্থানীয়রা ধারণা করছেন, অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সম্ভবত উজ্জ্বলকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেল সোহরাব হোসেন বলেন, গত ২৭ মার্চ একটি ছেলে নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ দিয়েছিল। পরে আমরা তার অভিযোগ গ্রহণ করি এবং রাত্রি বেলা একটি ইমো নম্বর থেকে ফোন দিয়ে টাকা দাবি করে। পরে সেই নম্বরটা আমলে নিয়ে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণ পর নম্বরটি বন্ধ হয়ে যায়। পরে বিভিন্নভাবে তদন্তের চেষ্টা চলছিল। আজ হঠাৎ করে নিখোঁজের লাশ তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন