বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজন অজ্ঞাতনামাসহ হাসান আলী (৩২) নামের দুই দিনমজুরের।

সোমবার (১ এপ্রিল) সকালে মেহেরপুর-আমঝুপি সড়কের নির্মাণাধীন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী চাদবিল গ্রামের লিটন আলীর ছেলে।


বিজ্ঞাপন


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

শ্যালো মেশিনে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার চাঁদবিল গ্রামের হাসান আলী বাড়ি থেকে বাইসাইকেলে চড়ে ঘাস কাটার উদ্দেশে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের নির্মাণাধীন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে আমঝুপির দিক থেকে আসা মেহেরপুর গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১২-৩২৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামাসহ হাসান আলী নামের দুই দিনমজুরকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা চালক ও ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


বিজ্ঞাপন


সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও সদর থানা পুলিশের যৌথ টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

সদর থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামাসহ দুই দিনমজুরের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ট্রাকচালক ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন