শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১০:২৫ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের মামা সাজ্জাদের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।


বিজ্ঞাপন


অভিযুক্ত সাজ্জাদ সদর উপজেলার কৃতিপাশা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামীর সঙ্গে ঝামেলা থাকার কারণে আমি আর মেয়ে ব্রাকমোড় আমার বাবার বাড়িতে থাকি। সাজ্জাদ আমার মেজো ভাইয়ের শালা ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি নামাজ পড়তে ছিলাম আর আমার মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। পরে আমার বোন টের পাইলে ও মোবাইল রেখে পালিয়ে যায়। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, গতকাল রাতে হাসপাতালে তিনবছরের একটা শিশু নিয়ে এসেছে। তার পরিবারের দাবি তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে। আইনানুগ ব্যবস্থার পরে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর