বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে ববি ভিসি’র সৌজন্য সাক্ষাৎ 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ববি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে ববি ভিসি’র সৌজন্য সাক্ষাৎ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

রোববার ( ৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ববি ভিসি। 


বিজ্ঞাপন


সৌজন্যে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজেই। 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন । ভিসি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, সমাবর্তনের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 

আরও পড়ুন

ববির ভিসির সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

এই সাক্ষাতের বিষয়ে ববি ভিসি বলেন, সৌজন্য সাক্ষাৎকালে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলে আশ্বস্ত করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর