সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়াবা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ০৫:৩১ এএম

শেয়ার করুন:

ইয়াবা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে হত্যার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে ইয়াবা বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জোবাইর হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


গুলিতে নিহত জোবাইর হোসেন নাজিরপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। জোবাইরের হত্যাকারী নজীব উদ্দিন ওই এলাকার বাসিন্দা জাগির হোসেনের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য এনাম বলেন, টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার বাসিন্দা জোবাইরের সাথে ওই এলাকার আলী আহমেদের ছেলে কায়েস এর ইয়াবা বিক্রির টাকা নিয়ে ফোনে বাকবিতন্ডা হয়৷এতে ক্ষিপ্ত হয়ে কায়েস এর ভাগিনা নজীব উদ্দিন ও তার ভাইসহ কয়েকজন মিলে জোবাইরের বসতঘরে গিয়ে গোলাগুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জোবাইর। ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মুত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খান আলম বলেন, আজ শুক্রবার সন্ধ্যায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কজনকভাবে একজনকে জরুরি বিভাগে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, নাজিরপাড়ায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর