বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

যশোরে বিদেশি পিস্তলসহ আটক ৩

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ০১:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যারা।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার লাউজানি রয়েল স’মিলের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যশোরে শিশুছাত্রকে নির্যাতন, শিক্ষক কারাগারে

আটককৃতরা হলেন, পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি জিপ গাড়িকে গতিরোধ করা হয়। এরপর জিপ গাড়িতে থাকা তিন আরোহীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। অস্ত্রসহ তাদের তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন