যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যারা।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার লাউজানি রয়েল স’মিলের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি জিপ গাড়িকে গতিরোধ করা হয়। এরপর জিপ গাড়িতে থাকা তিন আরোহীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। অস্ত্রসহ তাদের তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এমএইচএম