রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বপন হোসেন বাবু (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ১টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছী এলাকায় নিলুফা ইয়াসমিন রাইচমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার বাছের আলী মণ্ডল বাচ্চুর ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টায় কোমল দোগাছী এলাকায় নিহত বাবুর বাবার মালিকানাধীন ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের গুড়া চালনি মিল থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয় বাবু।

স্থানীয়রা আদমদীঘি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন