রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

গাংনীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

গাংনীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মাটিবাহী ট্রলি (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) গাড়ির চাপায় সোহাগ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে পৌর এলাকার চৌগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সোহাগ গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার রাজমিস্ত্রি গোলাম হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মারুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম জানান, চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার মসজিদের পাশ থেকে ট্রলিতে করে মাটি নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় সোহাগসহ কয়েকজন শিশু দৌড়ে গিয়ে ট্রলি ভর্তি মাটির ওপর চেপে বসে। ট্রলিটি একটি সজনে গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সোহাগ ট্রলির ওপর থেকে লাফিয়ে সজনে গাছের পাতা ছিঁড়তে যায়। এ সময় অসাবধানতাবশত গাড়ির পাশে থাকা লোহার ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হয় সোহাগ।

পথচারীরা সোহাগকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রলি চাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর