শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

নিঝুম দ্বীপের সেই পুকুরে মিলল একশ ইলিশ 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী) 
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

নিঝুম দ্বীপের সেই পুকুরে মিলল একশ ইলিশ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সেই পুকুরে এবার মিলল একশ রুপালি ইলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। 


বিজ্ঞাপন


এর আগে গতকাল বুধবার (২৭ মার্চ) সকালে পুকুরটি থেকে ১০ কেজি রুপালি ইলিশ ধরা পড়ে।

জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরটি ৪০টি পরিবার ব্যবহার করে। পুকুরটি লিজ নিয়েছেন নিঝুম দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হোটেল সি প্যালেসের মালিক আবদুল মান্নান। বিশাল পুকুরে প্রায় সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান তিনি।

গতকাল বুধবার সকালে পানি প্রায় কমে এলে জেলেদের জাল দিয়ে ১০ কেজি রুপালি ইলিশ মাছ ওপরে তুলেন। আজ বৃহস্পতিবার সকালে আরও পানি কমিয়ে একশ রুপালি ইলিশ ধরেন। বিগত বছরগুলোতেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।

পুকুরের মালিক আবদুল মান্নান বলেন, আমি দীর্ঘসময় ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ ধরি। প্রতি বছর কমবেশি ইলিশ পাওয়া যায় পুকুরটিতে। ২০২২ সালে প্রথম ধাপে ৩৫টি ইলিশ পেয়েছিলাম। সব মিলিয়ে প্রায় ১০ কেজির উপরে। ২০২৪ সালে এসে গতকাল পেয়েছি ১০ কেজি, আর আজকে এক শ ইলিশ পেয়েছি। আগামী ৪-৫ দিন নিয়মিত মাছ ধরা পড়বে।


বিজ্ঞাপন


নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড় এলে নিঝুম দ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো ওই পুকুরে নিজেদের মানিয়ে নিয়েছে। 

স্বাদু পানিতে ইলিশ মাছ পাওয়া প্রসঙ্গে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, জোয়ারের সাথে ইলিশ মাছগুলো ঢুকে পড়ায় সেখানকার পানিতে এগুলো কোনোমতে টিকেছিল। তবে এসব পুকুর কিংবা সংকীর্ণ গণ্ডিতে ইলিশের প্রজনন এবং বেড়ে উঠা কোনোভাবে সম্ভব নয়। তাছাড়া মিঠাপানিতে ইলিশ কোনো কারণে বেঁচে উঠলেও তা সুস্বাদু হয় না, লাভজনকও হয় না। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর