চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার বরুমতি সেতু এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালকের নিহত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই অটোরিকশার। পরে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই চালক দগ্ধ হয়ে মারা যান।
বিজ্ঞাপন
নিহত চালকের নাম মোহাম্মদ সফুর (৩৭)। তিনি পাশের উপজেলা সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেট–সংলগ্ন এলাকা এক ঘণ্টার মতো অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দেয়। জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেফাজ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে সামান্য দূরে দাঁড়িয়ে বাড়ি ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বিকট শব্দে চমকে উঠে দেখি গাড়িতে আগুন জ্বলছে। আর ওই আগুনে মুহূর্তেই চালক দগ্ধ হয়ে মারা যান। ঘটনাটা এতো দ্রুত ঘটে যে সাধারণ মানুষের পক্ষে কিছু করা সম্ভব ছিল না।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, গাছবাড়িয়া কলেজের সামনের দুর্ঘটনায় প্রাণ হারানো অটোরিকশা চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে