শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ০৫:৫৭ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ভুলতার গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) ভোর চারটার দিকে লাগা আগুন নেভাতে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর এখনো পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গা ঢাকা দিয়েছেন মালিক, প্রকৃত তথ্য দিতে লুকোচুরি!

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুন লাগার খবর পাওয়ামাত্র কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল থেকে আমাদের মোট ১০টি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

ফখরুদ্দিন আরও বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় দ্রুত তা চারদিকে ছড়াচ্ছে। আগুন নেভাতে আমাদের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

চকবাজারে আগুন: যেভাবে প্রাণে রক্ষা পেলেন শ্রমিকরা

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর