কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এখনও নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২৩ মার্চ) দুপুরে দুইজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে, সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজ নৌযান এবং ব্যক্তিদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন কয়েকজন যাত্রী। এসময় একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে এটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠলেও আটজন নিখোঁজ থাকেন।
ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সকাল ৮টায় শুরু হয় উদ্ধার অভিযান। এরপর একে একে উদ্ধার করা হয় তিনজনের মরদেহ।
বিজ্ঞাপন
এদিকে সকাল থেকেই নদী তীরে ভিড় করেছেন স্বজনরা। কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ-বাতাস।
জেবি