বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট-ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মে ২০২২, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট-ফেরি চলাচল বন্ধ

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের ফলে লঞ্চ-স্পিডবোট-ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুর সাড়ে ৩টা থেকে স্পিডবোট ও বিকেল ৫টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ।


বিজ্ঞাপন


বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দুপুরের পর থেকে ঝড়ো বাতাস ও সাথে বৃষ্টিপাতের ফলে এই নৌরুটে সকল প্রকার দূর্ঘটনা এড়াতে প্রথমে স্পিডবোট ও পরবর্তীতে লঞ্চ ও চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও এই নৌরুটে ফেরি চলাচল ও বন্ধ রাখা বয়েছে। তবে শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ১০টি ফেরি চালু রয়েছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ বলেন, ঝড়ো বাতাসে নদী উত্তাল হওয়ার প্রথমে স্পিডবোট ও পরে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল সচল করা হবে।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর