মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১১:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজমিস্ত্রির কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে কুষ্টিয়া স্টেডিয়াম থেকে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের নিজ গ্রামে যাওয়ার সময় মনির (১৮) নামের এক যুবক  ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লা তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, নিহত মনির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের আবাসন এলাকার নওশের আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে রওনা হয়েছিলেন মনির। মোল্লা তেঘরিয়া এলাকার অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের দুলাভাই শরিফুল ইসলাম বলেন, কুষ্টিয়া স্টেডিয়াম থেকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। মোল্লা তেঘরিয়া এলাকার অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক মনিরকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাড়ি ফেরা হলো না মনিরের। জীবন থেমে গেল সড়কেই। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন