সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরের বিভাগীয় কমিশনার হলেন দুদকের মহাপরিচালক জাকির হোসেন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

রংপুরের বিভাগীয় কমিশনার হলেন দুদকের মহাপরিচালক জাকির হোসেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (তদন্ত-২) অতিরিক্ত সচিব জাকির হোসেনকে রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। তবে রংপুরের বর্তমান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানকে এখনও কোথাও বদলি করা হয়নি।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে বদলির পর পদায়ন করা হয়েছে। জাকির হোসেন ২০১৯ সালের ১৩ নভেম্বর দুদকে নিয়োগ পান। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান জাকির হোসেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর