রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চবির ভিসি হতে যাওয়া কে এই অধ্যাপক আবু তাহের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

চবির ভিসি হতে যাওয়া কে এই অধ্যাপক আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি হতে যাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্রটি জানিয়েছেন।


বিজ্ঞাপন


নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চবির বর্তমান ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার ইতোমধ্যেই ব্যাপক সমালোচিত হয়েছেন। এর মধ্যে ভিসি পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সেখানকার জ্যেষ্ঠ শিক্ষকদের নাম সংবলিত একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠায়। এরই ভিত্তিতে অধ্যাপক আবু তাহেরকে ভিসি নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে প্রশ্ন জাগে, চবির এতো যোগ্য ও রাজনৈতিক প্রতিপত্তিশীল শিক্ষকের মধ্যে ভিসি হতে যাওয়া ব্যক্তি কে এই অধ্যাপক আবু তাহের?

ইউজিসির তথ্য মতে, অধ্যাপক ড. মো. আবু তাহেরের জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায়। স্থানীয় কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করার পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন।

কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন। পরে চাকরিতে ইস্তফা দিয়ে চবির ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে একই বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন।


বিজ্ঞাপন


এরইমধ্যে অধ্যাপক আবু তাহের বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটেশনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লিয়েনে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়াও তিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন এবং পরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে অধ্যাপক আবু তাহেরকে সরকার ৪ বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেন।

দেশ বিদেশে অধ্যাপক আবু তাহেরের ৭০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিষয়ক তার ১০টি গ্রন্থ অনার্স এবং মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক কনফারেন্সে ২৮টি প্রবন্ধ উপস্থাপন করেন।

অধ্যাপনা ছাড়াও তিনি বিশ্বব্যাংক, আইএলও, ব্রিটিশ কাউন্সিল, কমনওয়েলথ অব লার্নিং, ইউজিসি, ইউএনডিপি, এটুআই, এসএসআরসি সংস্থায় কনসালটেন্ট/প্রকল্প পরিচালক/ সাব-প্রজেক্ট ম্যানেজার/ ট্রেইনি ভেরিফায়ার/ গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর