ভৈরবে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ মার্চ ) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মোর্শেদ খাঁন। এই অভিযানে সহায়তা করেন ভৈরব থানার পুলিশের সদস্যরা।
বিজ্ঞাপন
জানা যায়, সরকার নির্দেশিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাজার তদারকি করতে আসেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী বিক্রি করার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে, একটি মিষ্টির দোকানকে ৫ হাজার এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে ফল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খাঁন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রোববার এই অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
টিবি