নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে রাজু নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
নিহত রাজু (১৮) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক লোকের ইজিবাইক ভাড়ায় চালাতেন।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রথম রোজার দিন সন্ধ্যায় রাজু ইজিবাইক নিয়ে বের হয়। এরপর সে আর ইজিবাইক নিয়ে গ্যারেজে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে আজ তৃতীয় রোজায় দুপুরে পরিবারের লোকজন জিডি করতে থানায় আসেন। এর মধ্যেই খবর পায় পিলকুনি কবরস্থানের পাশে ডোবায় একটি লাশ ভাসছে। তখন তারা জিডি না করে ঘটনাস্থলে গিয়ে রাজুর লাশ শনাক্ত করেন।
তিনি আরও জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে; পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিনিধি/ এজে