মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান কুসুম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৌরসভার ২নং ওয়াডের বৈতরা এলাকার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. কুসুম পৌরসভার একই ওয়াডের উচুটিয়া গ্রামের মৃত দিদার বক্স এর ছেলে। নিহত ব্যক্তির দুই কন্য শিশু সন্তান রয়েছে।
স্থানিয়রা জানান, দুই দিন আগে দুর্ঘটনা কবলিত এলাকায় সড়ক ও জনপথের লোকজন রাস্তার মেরামতের কাজ করে। সেই কাজের কচি পাথর রাস্তায় পড়ে ছিল। নিহত ব্যক্তির মোটরসাকেলের চাকার নিচে কচি পাথর পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পরে যায়। এসময় তার পিছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম বলেন, রাস্তায় বালুর মত কচি পাথর পরে থাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। এসময় পিছনে থাকা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে