শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারী ফুটবলার ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলার ধর্ষণে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফয়সালের ফাঁসিসহ ঘটনায়  ‍অভিযুক্ত আল-আমিন এবং অজ্ঞাত আরেকজনকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।


বিজ্ঞাপন


অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের পেছনে ডেকে নিয়ে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকির। এ ঘটনায় আলামিন এবং অজ্ঞাত একজন তাকে সহযোগিতা করে।

ঘটনার পরেরদিন ওই কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। পরে নান্দাইল থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গত ২৭ এপ্রিল ফয়সালকে আটক করে ডিবি পুলিশ। পরে দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আল-আমিনসহ অজ্ঞাত আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে ডিবির একটি টিম মাঠে কাজ করছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর