বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে সুগার মিলের আগুন নিভলো ৬৮ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে সুগার মিলের আগুন নিভলো ৬৮ ঘণ্টা পর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে সুগার মিলের গুদামের আগুন নিভেছে প্রায় ৬৮ ঘণ্টা পর। যদিও গুদামের ভেতরে এখনও মৃদু আগুন জ্বলছে। এটা পুরোপুরি নিভাতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ বিষয়টি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, আগুন আমাদের নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখনও কিছু কিছু জায়গায় হালকা আগুন দেখা যাচ্ছে। আশা করছি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পুরোপুরি আগুন নির্বাপন করতে সক্ষম হবো। তাছাড়া কারখানাটিতে এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল মজুত ছিল। আমরা তার ৮০ শতাংশ রক্ষা করতে পেরেছি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ৬৮ ঘণ্টা পর্যন্ত আগুন নির্বাপণের কাজ করা হয়েছে। আগুন দেরিতে নিয়ন্ত্রণে আসার কারণ হলো, চিনির কাঁচামালগুলো দাহ্য পদার্থ। পানি দেওয়ার পরও আবার জ্বলে ওঠে। এখন আমরা পুরোপুরি নির্বাপণের পর্যায়ে রয়েছি।

তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫০ মিনিটে দেশের শীর্ষস্থানীয় এই চিনিকলের এক নম্বর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে খবর পেয়ে শুরুতে দু’টি ইউনিট, পরে আরও পাঁচটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।


বিজ্ঞাপন


তবু আগুন নিয়ন্ত্রণে না আসায় যুক্ত হয় আরও সাতটি ইউনিট। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আগুন নিভানোর কাজে যুক্ত হয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর