মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) সকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় সডক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে ঢাকার একটি  হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিলেন। মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন।

পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্নু মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তার মাথা, কান, নাক দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় তাৎক্ষণিক ৬ ব্যাগ রক্ত দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুর্ঘটনার পর ঘাতক মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক মিনি বাসটি একটি গার্মেন্টেসে শ্রমিক নিয়ে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনায় কোনো আহত নেই বলেও তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর