মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদি আরবে হোসেনপুরের যুবককে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবে হোসেনপুরের যুবককে হত্যার অভিযোগ

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীদের হাতে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসির মৃত্যুর অভিযোগ ওঠেছে। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।


বিজ্ঞাপন


প্রবাসী সাব্বির হোসেনের পারিবারিক সূত্রে জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য এক প্রবাসী বংলাদেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটা-কাটির একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এত প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে এবং গলা টিপে তাকে হত্যা করে। 

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, সাব্বির সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। তার মৃত্যুর সংবাদ পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী আরেক প্রতিবেশী প্রবাসী ফরিদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানান। আমরা আমাদের ভাতিজা সাব্বিরের হত্যাকারীর বিচারের দাবি জানাই।

সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবরটি শুনেছি। খুবই মর্মান্তিক ঘটনা৷ সৌদি আইনে আসামিদের শাস্তি দাবি করছি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর